বাংলাদেশ কেমিস্ট এন্ড ড্রাগিস্ট সমিতি দেবহাটা উপজেলা শাখার উদ্যোগে সন্মেলন -২০২৫ অনুষ্ঠিত হয়েছে। আগামী ১ মে থেকে ৫% এম.আর.পি বাস্তবায়ণ করার লক্ষ্য বৃহস্পতিবার (১০ এপ্রিল) সকাল ১১ টায় রূপসী দেবহাটা ম্যানগ্রোভ পর্যটন কেন্দ্রে এ সম্মেলন অনুষ্ঠিত হয়।
সম্মেলনে উপজেলা কেমিস্ট এন্ড ড্রাগিস্ট সমিতির সভাপতি দেব কুমার বিশ্বাসের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্যে রাখেন সাতক্ষীরা ঔষধ প্রশাসন বাশারাফ হোসেন।
প্রধান আলোচক হিসাবে বক্তব্য রাখেন কেন্দ্রীয় পরিচালক ও সাতক্ষীরা জেলা কেমিস্ট এন্ড ড্রাগিস্টস্ সমিতির সভাপতি আলহাজ্ব দ্বীন আলী।
সম্মেলনে বক্তারা ‘ঔষধ ক্রয়- বিক্রয় ইনোভয়েসের মাধ্যমে করি, সকল ভেজাল ও মেয়াদোত্তীর্ণ ঔষধ প্রতিরোধ করি ’ স্লোগানকে সামনে রেখে সকল ভেজাল, অনুমোদনহীন ও মেয়াদোত্তীর্ণ ঔষধ এবং রেজিস্টার্ড চিকিৎসকের ব্যবস্থাপত্র ছাড়া এন্টিবায়োটিক বিক্রয় বন্ধে সচেতনতামূলোক আলোচনা করেন।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন কেমিস্ট এন্ড ড্রাগিস্ট সমিতির জেলা সহ-সভাপতি সিদ্দিকুর রহমান, জেলা সদস্য ও কলারোয়া সিনিয়র সহ-সভাপতি কাজী ছামছুর রহমান, জেলা সদস্য আবু হোসেন খোকন, মিজানুর রহমান, জালালউদ্দিন, সাতক্ষীরা সদর উপজেলা কমিটির সভাপতি হামিদুল ইসলাম ও সদস্য অহিদুজ্জামান, দেবহাটা উপজেলা সিনিয়র সহ-সভাপতি শহিদুল ইসলাম, সদস্য মেহেদী হাসান কাজল, কলারোয়া উপজেলা সভাপতি আলহাজ্ব সামছুর রহমান, সহ-সভাপতি আলহাজ্ব শেখ হুমায়ুন কবির শিমুল,শ্যামনগর উপজেলা সভাপতি শহিদুল ইসলাম, কালিগজ্ঞ উপজেলা সভাপতি সিরাজুল ইসলাম, তালা উপজেলা সভাপতি আনিছুর রহমান, আশাশুনি উপজেলা সদস্য আশরাফুল আলম প্রমূখ।
এসময় সাতক্ষীরার সকল উপজেলার কেমিস্ট এন্ড ড্রাগিস্ট সমিতির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।