ঢাকাশুক্রবার , ১২ সেপ্টেম্বর ২০২৫
  1. আজ দেশজুড়ে
  2. আজকের সর্বশেষ
  3. আন্তর্জাতিক
  4. আশাশুনি
  5. কলারোয়া
  6. কালীগঞ্জ
  7. কৃষি সংবাদ
  8. খেলাধুলা
  9. গণমাধ্যম
  10. গ্রামীণ সাংবাদিকতা
  11. চাকরির খবর
  12. জাতীয়
  13. জীবনযাপন
  14. তারুণ্য
  15. তালা

স্কুলের আয়ার সঙ্গে অন্তরঙ্গ মুহূর্তে ধরা শিক্ষক সঞ্জীব ব্যানার্জী

মোমিনুর রহমান
সেপ্টেম্বর ১২, ২০২৫ ১:৫১ অপরাহ্ণ
Link Copied!

স্কুলের আয়া জান্নাতুল ফেরদৌসির সঙ্গে সহকারী শিক্ষক সঞ্জীব ব্যানার্জীর দীর্ঘদিনের পরকীয়ার সম্পর্ক। সময় পেলেই স্কুল থেকে উধাও হয়ে যেতেন দুজন। রিসোর্ট বা দূরে কোনো গোপন স্থানে মিলিত হতেন অনৈতিক কর্মকাণ্ডে।

বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) রাতেও পরিবারের চোখ ফাঁকি দিয়ে এলাকা থেকে ১০ কিলোমিটার দূরে দু’জন একটি বদ্ধ ঘরে ঢুকেছিলেন। কিন্তু বিধি বাম! কিছুক্ষণের মধ্যেই সেখানে হানা দেয় জনতা।

জনরোষ আর পিটুনি খেয়ে সহকারী শিক্ষক সঞ্জযীব ব্যানার্জী অকপটে অনৈতিক সম্পর্কের কথা স্বীকার করেন। এরপর আয়া জান্নাতুল ফেরদৌসির সঙ্গে ভিডিও ধারণ করে জনতা তা ছড়িয়ে দেয় সামাজিক যোগাযোগ মাধ্যমে। সহকারী শিক্ষকের এমন নোংরা মানসিকতায় নিন্দার ঝড় ওঠে নেট দুনিয়ায়।

ঘটনাটি ঘটেছে দেশের সর্বদক্ষিণের জেলা সাতক্ষীরায়। সহকারী শিক্ষক সঞ্জীব ব্যানার্জী সীমান্তবর্তী দেবহাটা উপজেলার ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান টাউনশ্রীপুর শরচ্চন্দ্র উচ্চ বিদ্যালয়ের ইংরেজি বিভাগের শিক্ষক। আর জান্নাতুল ফেরদৌসি ওই স্কুলেরই আয়া।

এর আগেও বিভিন্ন নারীর সঙ্গে পরকীয়ায় জড়িয়ে একাধিক সংসার ভাঙার অভিযোগ রয়েছে লম্পট সঞ্জীব ব্যানার্জীর বিরুদ্ধে। সর্বশেষ তিনি পরকীয়ায় জড়িয়ে পড়েন স্কুলের আয়া জান্নাতুল ফেরদৌসির সঙ্গে। তাদের সম্পর্ক নিয়ে সন্দেহ করতেন স্কুলের শিক্ষক-শিক্ষার্থী থেকে শুরু করে পরিবারের সদস্যরা। ফলে সবাই তাদের ওপর নজর রাখতেন।

বৃহস্পতিবার রাতে আয়া জান্নাতুলকে নিয়ে উপজেলার কুলিয়া আশু মার্কেট সংলগ্ন একটি বহুতল ভবনের বদ্ধ ঘরে অন্তরঙ্গ সময় কাটাচ্ছিলেন সহকারী শিক্ষক সঞ্জীব ব্যানার্জী। এর মধ্যেই সেখানে হানা দিয়ে দুজনকে আপত্তিকর অবস্থায় ধরে ফেলেন স্থানীয়রা। পরে উত্তেজনাকর পরিস্থিতি সামাল দিতে পুলিশ তাদেরকে হেফাজতে নিয়ে আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করে।

টাউনশ্রীপুর শরচ্চন্দ্র উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবুল কালাম ও ম্যানেজিং কমিটির সভাপতি ইউপি চেয়ারম্যান আব্দুল মতিন বকুল বলেন, ইন্টারনেটে ছড়িয়ে পড়া ভিডিওতে বিষয়টি তাদের নজরে আসে। শুক্রবার সকালে এ নিয়ে ম্যানেজিং কমিটির জরুরি সভা হয়।

সভায় বিধি মোতাবেক শিক্ষক সঞ্জীব ব্যানার্জী ও আয়া জান্নাতুল ফেরদৌসিকে সাময়িক বরখাস্ত করা হয়। পাশাপাশি একটি তদন্ত কমিটি করে পরবর্তী ৭ দিনের মধ্যে প্রতিবেদন দাখিলের নির্দেশ দেওয়া হয়েছে।

error: Content is protected !!