ঢাকারবিবার , ১৪ সেপ্টেম্বর ২০২৫
  1. আজ দেশজুড়ে
  2. আজকের সর্বশেষ
  3. আন্তর্জাতিক
  4. আশাশুনি
  5. কলারোয়া
  6. কালীগঞ্জ
  7. কৃষি সংবাদ
  8. খেলাধুলা
  9. গণমাধ্যম
  10. গ্রামীণ সাংবাদিকতা
  11. চাকরির খবর
  12. জাতীয়
  13. জীবনযাপন
  14. তারুণ্য
  15. তালা

ভোমরা সীমান্তের মাদক সম্রাট শামীম: যেই সিন্ডিকেটে নাকানিচুবানি খাচ্ছে প্রশাসন

গাজী হাবিব, সাতক্ষীরা
সেপ্টেম্বর ১৪, ২০২৫ ৫:৪৬ অপরাহ্ণ
Link Copied!

সাতক্ষীরার ভোমরা সীমান্তে মাদক সাম্রাজ্যের ডন শামীম, যিনি ধরা পড়লেও বারবার আইনের ফাঁক গলে ফিরে আসেন। তার বাবা আরশাদ আলী ভোঁদুর হাত ধরে দুই দশকেরও বেশি সময় ধরে এই মাদক সিন্ডিকেট গড়ে উঠেছে। যেখানে ফেনসিডিল, ইয়াবা, গাঁজা এবং হেরোইনসহ কোটি টাকার মাদক কেনাবেচা হয়। প্রশাসনের নাকের ডগায় এই চক্র এতটাই শক্তিশালী যে, গত ৮ জুন বিপুল পরিমাণ মাদকসহ শামীম ধরা পড়ার পরেও তার পরিবার ও সহযোগীরা বিক্ষোভ ও মানববন্ধন করে তাকে মুক্ত করে আনে।

 

কেন শামীম অধরা?

 

স্থানীয়দের মতে, শামীমের এই মাদক সাম্রাজ্য টিকে থাকার পেছনে রয়েছে প্রভাবশালী রাজনৈতিক মহল এবং স্থানীয় সন্ত্রাসীদের সাথে গভীর যোগসূত্র। এমনকি স্থানীয় জনপ্রতিনিধিদের একাংশও তার এই সিন্ডিকেটের সাথে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে জড়িত। শামীমের পরিবারও এই অপরাধে জড়িত। শামীম আটক হলে তার পরিবার ও আত্মীয়স্বজনরা মিলে প্রশাসনকে নানাভাবে চাপ দেয়, যেন তারা নির্বিঘ্নে তাদের মাদক ব্যবসা চালিয়ে যেতে পারে। এই চাপের কারণে প্রশাসনকে প্রায়ই অসহায় অবস্থায় পড়তে হয়। এর আগেও একাধিকবার গ্রেপ্তার হলেও প্রতিবারই জামিনে মুক্ত হয়েছেন শামীম।

 

প্রশাসনের ভূমিকা ও জনগণের দাবি

 

বিজিবি ও পুলিশ মাদক দমনে সর্বোচ্চ চেষ্টা করছে বলে দাবি করলেও স্থানীয় সিএন্ডএফ ব্যবসায়ীরা বলছেন, প্রশাসনের নিষ্ক্রিয়তার কারণেই মাদক ব্যবসায়ীরা আরও শক্তিশালী হচ্ছে। সাতক্ষীরার বিজিবির ৩৩ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আশরাফুল হক এবং জেলা পুলিশ সুপার মোহাম্মদ মনিরুল ইসলাম দুজনেই মাদক দমনে তাদের নিরলস প্রচেষ্টার কথা বলেছেন।

তবে সচেতন মহলের মতে, মাদক সাম্রাজ্য গুঁড়িয়ে দিতে কেবল প্রশাসনের প্রচেষ্টা যথেষ্ট নয়। এ জন্য রাজনৈতিক সদিচ্ছা, কঠোর আইন প্রয়োগ, এবং জনগণের সক্রিয় অংশগ্রহণ জরুরি। তারা মনে করেন, মাদক চক্রকে সম্পূর্ণভাবে নির্মূল করতে হলে রাজনৈতিক ছত্রছায়া থেকে তাদের বের করে আনতে হবে এবং আইন সংশোধন করে জামিনে বেরিয়ে পুনরায় অপরাধে জড়িয়ে পড়ার সুযোগ বন্ধ করতে হবে।

error: Content is protected !!