ঢাকাসোমবার , ১৪ এপ্রিল ২০২৫
  1. আজ দেশজুড়ে
  2. আজকের সর্বশেষ
  3. আন্তর্জাতিক
  4. আশাশুনি
  5. কলারোয়া
  6. কালীগঞ্জ
  7. কৃষি সংবাদ
  8. খেলাধুলা
  9. গণমাধ্যম
  10. গ্রামীণ সাংবাদিকতা
  11. চাকরির খবর
  12. জাতীয়
  13. জীবনযাপন
  14. তারুণ্য
  15. তালা

দেবহাটায় বর্ণাঢ্য আয়োজনে বর্ষবরণ

মোমিনুর রহমান
এপ্রিল ১৪, ২০২৫ ১১:৩৩ পূর্বাহ্ণ
Link Copied!

দেবহাটায় বর্ণাঢ্য আয়োজন ও উৎসব মুখর পরিবেশে বাংলা নববর্ষ ১৪৩২ উদযাপন করা হয়েছে। দেবহাটা উপজেলা প্রশাসনের আয়োজনে সোমবার (১৪ এপ্রিল) সকালে উপজেলা পরিষদ চত্বর থেকে বর্ষবরণে বর্ণাঢ্য আনন্দ শোভাযাত্রা বের হয়।

শোভাযাত্রাটি উপজেলার প্রধান সড়ক সমূহ প্রদক্ষিণ শেষে এতিহ্যবাহী বনবিবি’র বটমূলে আয়োজিত বর্ষবরণ অনুষ্ঠানে মিলিত হয়। বনবিবি’র বটমূলের শীতল ছাঁয়ায় পান্তা উৎসব, সাংস্কৃতিক ও ক্রীড়ানুষ্ঠান অনুষ্ঠিত হয়।

বর্ষবরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন দেবহাটা উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. আসাদুজ্জামান। বিশেষ অতিথি ছিলেন দেবহাটা থানার নবাগত অফিসার ইনচার্জ (ওসি) গোলাম কিবরিয়া, দেবহাটা উপজেলা বিএনপির সাবেক আহবায়ক ও জেলা বিএনপির সদস্য সিরাজুল ইসলাম, উপজেলা বিএনপির সদ্য সাবেক সদস্য সচিব ও সাতক্ষীরা-৩ আসনে ধানের শীষের মনোনয়ন প্রত্যাশী মহিউদ্দিন সিদ্দিকী।

 এসময় পারুলিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান গোলাম ফারুক বাবু, মহিলা বিষয়ক অফিসার নাসরিন জাহান, নওয়াপাড়া ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মোনায়েম হোসেন, দেবহাটা সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল মতিন বকুল, উপজেলা সমবায় অফিসার মনোজিত কুমার মন্ডল, আনসার ভিডিপি অফিসার আশালতা খাতুন, একাডেমিক সুপারভাইজার মিজানুর রহমান, দেবহাটা সরকারি বিবিএমপি ইনস্টিটিউশনের প্রধান শিক্ষক মদন মোহন পালসহ উপজেলায় কর্মরত গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।

error: Content is protected !!