ঢাকারবিবার , ২৭ এপ্রিল ২০২৫
  1. আজ দেশজুড়ে
  2. আজকের সর্বশেষ
  3. আন্তর্জাতিক
  4. আশাশুনি
  5. কলারোয়া
  6. কালীগঞ্জ
  7. কৃষি সংবাদ
  8. খেলাধুলা
  9. গণমাধ্যম
  10. গ্রামীণ সাংবাদিকতা
  11. চাকরির খবর
  12. জাতীয়
  13. জীবনযাপন
  14. তারুণ্য
  15. তালা

দেবহাটায় দুই ভাইকে পিটিয়ে ও কুপিয়ে জখম, থানায় মামলা

স্টাফ রিপোর্টার
এপ্রিল ২৭, ২০২৫ ১২:৫০ অপরাহ্ণ
Link Copied!

সাতক্ষীরার দেবহাটায় জমিজমা সংক্রান্ত বিরোধের জেরে ষাটোর্ধ দুই ভাই আব্দুল করিম (৬৫) ও রফিকুল ইসলাম (৬০) কে পিটিয়ে ও কুপিয়ে জখম করেছে প্রতিপক্ষরা। শুক্রবার (২৫ এপ্রিল) বেলা পৌনে ১২টার দিকে উপজেলার কুলিয়া বাজার এলাকায় এ ঘটনা ঘটে। আহত দুই ভাই আব্দুল করিম ও রফিকুল ইসলাম বর্তমানে সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

এঘটনায় আব্দুল করিমের ছেলে পূর্ব কুলিয়ার বাসিন্দা ওসমান গনি বাদি হয়ে হামলার নেতৃত্বে থাকা ৮ জনকে এজাহার নামীয় ও আরও কয়েকজনকে অজ্ঞাতনামা আসামী করে দেবহাটা থানায় মামলা (নং-১৩) দায়ের করেছেন।

মামলার আসামীরা হলেন, দক্ষিণ কুলিয়া গ্রামের ছইলউদ্দীন গাজীর ছেলে আব্দুর রশিদ (৬৫), আব্দুর রশিদের তিন ছেলে আনারুল ইসলাম (৪০), রফিকুল ইসলাম (৩৬) ও তরিকুল ইসলাম (২৮), গোবরাখালী গ্রামের আছাফুর রহমানের ছেলে আবু সুফিয়ান (২৮), শশাডাঙ্গা গ্রামের মৃত সাকাত বিশ্বাসের ছেলে শামসুল বিশ্বাস (৫৩), সদর উপজেলার আলিপুর গ্রামের মৃত আদর আলীর ছেলে অস্ত্র ও ডাকাতি মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত শফিকুল ইসলাম ওরফে শফি ডাকাত (৫০), শফি ডাকাতের ছেলে আরিফ বিল্লাহ (২৫)।

আহত বৃদ্ধ আব্দুল করিমের ছেলে ও মামলার বাদি ওসমান গনি জানান, দীর্ঘদিন ধরে তাদের পৈত্রিক জমি নিয়ে আসামীদের সাথে আমাদের বিরোধ চলে আসছিল। গত বুধবার (২৩ এপ্রিল) সকালে আসামীরা জোরপূর্বক আমাদের জমি দখলের চেষ্টা করে। সেসময় তারা আমাদের বাধার মুখে জমি দখলে ব্যর্থ হয়।

শুক্রবার (২৫ এপ্রিল) বেলা সাড়ে ১১টার দিকে আমার বাবা আব্দুল করিম ও চাচা রফিকুল ইসলাম প্রয়োজনীয় কাজে মোটরসাইকেল যোগে কুলিয়া বাজারে গেলে আগে থেকে ওৎ পেতে থাকা উল্লেখিত আসামীরা দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে তাদের ওপর অতর্কিত হামলা করে।

এসময় তারা পিটিয়ে ও কুপিয়ে আমার বৃদ্ধ বাবা ও চাচাকে রক্তাক্ত জখম করে। একপর্যায়ে স্থানীয়রা মুমুর্ষ অবস্থায় তাদের উদ্ধার করে সাতক্ষীরা মেডিকেল কলেজ (সামেক) হাসপাতালে ভর্তি করেন।

দেবহাটা থানার অফিসার ইনচার্জ (ওসি) গোলাম কিবরিয়া হাসান বলেন, মারপিটের ঘটনায় আহতদের পরিবারের পক্ষ থেকে মামলা দায়ের করেছেন। আসামীদের গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

error: Content is protected !!