ঢাকাবুধবার , ২৩ জুলাই ২০২৫
  1. আজ দেশজুড়ে
  2. আজকের সর্বশেষ
  3. আন্তর্জাতিক
  4. আশাশুনি
  5. কলারোয়া
  6. কালীগঞ্জ
  7. কৃষি সংবাদ
  8. খেলাধুলা
  9. গণমাধ্যম
  10. গ্রামীণ সাংবাদিকতা
  11. চাকরির খবর
  12. জাতীয়
  13. জীবনযাপন
  14. তারুণ্য
  15. তালা

রাতের আঁধারে ‘আওয়ামী লীগ’ সেজে মিছিল, সমন্বয়ক বহিষ্কার

স্টাফ রিপোর্টার
জুলাই ২৩, ২০২৫ ৮:২৬ অপরাহ্ণ
Link Copied!

রাতের আঁধারে হেলমেট পরে ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ স্লোগান। সাথে ছিল ‌’জামায়াত-শিবিরের চামড়া, খুলে নিব আমরা, বিএনপির চামড়া- খুলে নিব আমরা’ স্লোগানও। আর যারা স্লোগান দিচ্ছিলেন সবাই ছিলেন হেলমেট ও মাস্ক পরিহিত। মিছিলটিও বের করা হয়েছিল গত বুধবার (১৬ জুলাই) অর্থাৎ গোপালগঞ্জে এনসিপি-আওয়ামী লীগ সংঘর্ষের দিন গভীর রাতে। এবার সেই মিছিলের অন্যতম নেতৃত্বে থাকা দেবহাটা উপজেলা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক মুজাহিদ বিন ফিরোজকে সংগঠন থেকে স্থায়ী বহিষ্কার করা হয়েছে।

বুধবার (২৩ জুলাই) সংগঠনের প্যাডে দেয়া এক লিখিত আদেশে অপকর্মে লিপ্ত মুজাহিদ বিন ফিরোজকে সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে সংগঠন থেকে স্থায়ী বহিষ্কার করে বিজ্ঞপ্তি দিয়েছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন সাতক্ষীরা জেলা শাখার আহ্বায়ক মো. আরাফাত হোসেন।

এদিকে দেবহাটা উপজেলা জামায়াতের একাধিক দায়িত্বশীল সূত্র জানিয়েছে, মুজাহিদের সাথে ওই মিছিলে থাকা জামায়াতে ইসলামীর নেতাকর্মীদের নিয়েও রীতিমতো বেকায়দায় পড়েছে সংগঠনটি। গত কয়েকদিনে জেলা ও উপজেলায় দফায় দফায় বৈঠক করেও এখনও তাদের বিরুদ্ধে কোন পদক্ষেপ নিতে পারেন নি জামায়াত নেতারা। তবে মিছিলে অংশ নেয়া নেতা ও কর্মীদের নামের তালিকাসহ অভিযুক্তদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নিতে সাতক্ষীরা জেলা নেতৃবৃন্দের কাছে সুপারিশসহ এরইমধ্যে লিখিত প্রতিবেদন দাখিল করেছেন দেবহাটা উপজেলা জামায়াতের আমির মাওলানা মো. অলিউল ইসলাম।

error: Content is protected !!