ঢাকারবিবার , ২৭ জুলাই ২০২৫
  1. আজ দেশজুড়ে
  2. আজকের সর্বশেষ
  3. আন্তর্জাতিক
  4. আশাশুনি
  5. কলারোয়া
  6. কালীগঞ্জ
  7. কৃষি সংবাদ
  8. খেলাধুলা
  9. গণমাধ্যম
  10. গ্রামীণ সাংবাদিকতা
  11. চাকরির খবর
  12. জাতীয়
  13. জীবনযাপন
  14. তারুণ্য
  15. তালা

পররাষ্ট্র মন্ত্রণালয়ের মহাপরিচালক হলেন মো. ফারুক হোসেন

ডেস্ক রিপোর্ট
জুলাই ২৭, ২০২৫ ১২:৫৬ অপরাহ্ণ
Link Copied!

পররাষ্ট্র মন্ত্রনালয়ের মহাপরিচালক/গ্রেড-সি রাষ্ট্রদূত (গ্রেড-৩) পদে পদোন্নতি পেয়েছেন সাতক্ষীরা জেলার দেবহাটা থানার কৃতি সন্তান মোঃ ফারুক হোসেন।

১৭ জুলাই ২০২৫ তারিখে জনপ্রশাসন মন্ত্রণালয় এ পদন্নোতির আদেশ জারি করে। জনাব মোঃ ফারুক হোসেন বর্তমানে কানাডার টরেন্টোতে বাংলাদেশ সরকারের কনসাল জেনারেল হিসেবে কর্মরত আছেন।

জনাব মোঃ ফারুক হোসেন ২৪তম বিসিএস পরীক্ষায় বিসিএস (পররাস্ট্র বিষয়ক) ক্যাডারে সুপারিশপ্রাপ্ত হয়ে ২০০৫ সালে পররাস্ট্র মন্ত্রণালয়ের সহকারী সচিব হিসেবে যোগদান করেন। উল্লেখ্য সমগ্র সাতক্ষিরা জেলা হতে তিনিই সর্বপ্রথম বিসিএস (পররাস্ট্র বিষয়ক) ক্যাডারে যোগদানকারী কর্মকর্তা। তিনি ২৪তম বিসিএস পরীক্ষায় সম্মিলিত (সকল ক্যাডার) মেধা তালিকায় সপ্তম স্থান অরিকার করে বিসিএস (পররাস্ট্র বিষয়ক) ক্যাডারে সুপারিশপ্রাপ্ত হন।

জনাব মোঃ ফারুক হোসেন দেবহাটা থানার বহেরা এ.টি. উচ্চ মাধ্যমিক বিদ্যালয় হতে ১৯৯২ সালে এস.এস.সি ও ঢাকা কলেজ, ঢাকা হতে ১৯৯৪ সালে উচ্চ মাধ্যমিক পাস করেন। উভয় পরীক্ষায় তিনি মেধা তালিকায় স্থান লাভ করেন। তিনি ১৯৯২ সালে এস.এস.সি পরীক্ষায় যশোর বোর্ডে মেধা তালিকায় ১৪তম ও ১৯৯৪ সালের এইচ.এস.সি পরীক্ষায় ঢাকা বোর্ডে মেধা তালিকায় ৫ম স্থান লাভ করেন।

পরবর্তীতে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়, অস্ট্রেলিয়ান ন্যাশনাল ইউনিভার্সিটি, অস্ট্রেলিয়া, সিটি ইউনিভার্সিটি অফ নিউইয়র্ক, যুক্তরাষ্ট্র, ও যুক্তরাষ্ট্রের বিশ্ববিখ্যাত হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের কেনেডি স্কুলে বিভিন্ন বিষয়ের উপর উচ্চ শিক্ষা গ্রহন করেছেন।

জনাব মোঃ ফারুক হোসেন দেবহাটা থানার কুলিয়া (পশ্চিম) গ্রামের মরহুম আব্দুস ছামাদ ও মিসেস মহাসিনা বেগমের কনিষ্ঠ সন্তান। ব্যাক্তিগত জীবনে তিনি বিবাহিত ও তিন কন্যা সন্তানের জনক। বর্তমানে পরিবারসহ তিনি কানাডার টরেন্টো শহরে বসবাস করছেন। তিনি সকলের দোয়াপ্রার্থী।

error: Content is protected !!