ঢাকাশনিবার , ২ আগস্ট ২০২৫
  1. আজ দেশজুড়ে
  2. আজকের সর্বশেষ
  3. আন্তর্জাতিক
  4. আশাশুনি
  5. কলারোয়া
  6. কালীগঞ্জ
  7. কৃষি সংবাদ
  8. খেলাধুলা
  9. গণমাধ্যম
  10. গ্রামীণ সাংবাদিকতা
  11. চাকরির খবর
  12. জাতীয়
  13. জীবনযাপন
  14. তারুণ্য
  15. তালা

সাতক্ষীরার শ্যামনগরে দু’পক্ষের সংঘর্ষ, গুলিবিদ্ধ ৫

সাতক্ষীরা প্রতিনিধি
আগস্ট ২, ২০২৫ ৫:৩৪ অপরাহ্ণ
Link Copied!

সাতক্ষীরার শ্যামনগরে জমি সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে সংঘর্ষ ও গুলির ঘটনায় পাঁচজন গুলিবিদ্ধ হয়েছেন। শনিবার (২ আগস্ট) বিকেল সাড়ে ৪টার দিকে উপজেলার রামজীবনপুর ইউনিয়নের কেয়াতলা গ্রামে এই ঘটনা ঘটে।

গুলিবিদ্ধরা হলেন- আব্দুল মালেক গাজী (৫০), আরিফুল ইসলাম (১৫), আরিফুল ইসলাম (২৮), আবু সাঈদ (১৫) এবং আবদুল্লাহ আল মামুন (৩৫)। স্থানীয়রা তাদের উদ্ধার করে শ্যামনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। পরে অবস্থা গুরুতর হওয়ায় তাদের সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়।

আহতদের পরিবার জানায়, দীর্ঘদিন ধরে একটি জমির দখল নিয়ে বিরোধ চলে আসছিল। বিকেলে প্রতিপক্ষের লোকজন জমি দখল করতে গেলে সংঘর্ষ বেধে যায়। এ সময় প্রতিপক্ষের ছোড়া গুলিতে পাঁচজন গুলিবিদ্ধ হন বলে দাবি করেন তারা।

এ ঘটনায় এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং চারজনকে আটক করে থানায় নিয়ে যায়।

শ্যামনগর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. হুমায়ুন কবির বলেন, ‘জমি সংক্রান্ত বিরোধে সংঘর্ষের খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায় এবং চারজনকে আটক করে। তবে এখন পর্যন্ত কেউ লিখিত অভিযোগ দেয়নি। তদন্ত সাপেক্ষে পরবর্তী ব্যবস্থা নেয়া হবে।’

আটককৃতরা হলেন- আশরাফুল ইসলাম (২৫), আমানুল্লাহ ইমন (২৩), মারুফ হোসেন (২২) এবং আবদুল্লাহ আল মামুন (২০)। এর মধ্যে দুজন পুরাতন সাতক্ষীরা এবং দুজন সখিপুর এলাকার বাসিন্দা।

এ বিষয়ে বক্তব্য জানতে শাহাজানের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তার মোবাইল ফোন বন্ধ পাওয়া যায়। তবে পুলিশের হাতে আটক আশরাফুল ইসলাম দাবি করেন, ‘আমাদের জমি দীর্ঘদিন ধরে আব্দুল মালেকের লোকজন দখল করে রেখেছে। তাই আমরা আজ বংশের লোকজন নিয়ে জমি উদ্ধারে গেলে স্থানীয়রা আমাদের ওপর হামলা চালায়। তবে কে গুলি করেছে, তা আমি জানি না।’

error: Content is protected !!