সাতক্ষীরার শ্যামনগরে বিশেষ অভিযান চালিয়ে অস্ত্র-গুলিসহ তিন সন্ত্রাসীকে আটক করেছে সেনাবাহিনী।
বুধবার (৬ আগস্ট) বিকাল ৪ঘটিকার সময় উপজেলার ভেটখালী বাজারে কুতুব উদ্দীনের চায়ের দোকানে এ অভিযান চালায় সেনাবাহিনী। অভিযানে সেনাবাহিনী ১টি একনলা বন্দুক, ১৪ রাউন্ড শর্টগানের গুলি, ৩টি ফিচার ও ৩টি স্মাট ফোন জব্দ করেন সেনা সদস্যরা।
আটকৃকতরা হলে- উপজেলার কালিঞ্চী গ্রামে আবু দাউদ গাজীর পুত্র রবিউল ইসলাম (৪৫), তারানীপুর গ্রামে আঃ সবুর শেখের পুত্র আলমগীর হোসেন বাবু (৩৬) ও গোলাখালী গ্রামে মৃত সিয়াদ উদ্দীন মোল্যার পুত্র জামিরুল ইসলাম জামু (৫৫)।
পুলিশের দায়িত্বশীল সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে সেনাবাহিনীর একটি বিশেষ অভিযানিক দল সেখানে অভিযান চালিয়ে উল্লেখিত তিন সন্ত্রাসীকে অস্ত্র-গুলিসহ আটক করে।
জিজ্ঞাসাবাদ ও আইনী প্রক্রিয়া শেষে আটককৃতদের কালিগঞ্জ বৃহস্পতিবার বিকাল ৫ টায় জব্দকৃত অস্ত্র-গুলিসহ শ্যামনগর থানায় হস্তান্তর করে সেনাবাহিনী।
শ্যামনগর থানার ওসি মো. হুমায়ুন কবির মোল্লা ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, আটককৃতদের বিরুদ্ধে শ্যামনগর থানায় চোরাচালান, মানব পাচার ও অস্ত্র আইনসহ মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রক্রিয়া চলমান রয়েছে।