দেবহাটা উপজেলার দেবহাটা সদর ইউনিয়নের ৯টি ওয়ার্ড বিএনপির সন্মেলন সুষ্ঠু ও নিরপেক্ষভাবে সম্পন্ন হয়েছে।
বৃহস্পতিবার (১৪ আগষ্ট) টাউন শ্রীপুর হাইস্কুলে বেলা ২ টা থেকে বিকাল ৬ টা পযর্ন্ত বিরামহীনভাবে নির্বাচন অনুষ্ঠিত হয়।
প্রধান নির্বাচন কমিশনারের দায়িত্ব পালন করেন জেলা বিএনপির যুগ্ন আহবায়ক প্রভাষক আতাউর রহমান।
এসময় সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচনের জন্য পর্যবেক্ষণ করেন, দেবহাটা উপজেলা বিএনপির সাবেক আহবায়ক ও জেলা বিএনপির সদস্য সিরাজুল ইসলাম, দেবহাটা উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব ও জেলা বিএনপির সদস্য মহিউদ্দিন সিদ্দিকী, দেবহাটা উপজেলা বিএনপির সাধারন সম্পাদক প্রার্থী যথাক্রমে বিএনপি নেতা পারুলিয়া ইউনিয়নের চেয়ারম্যান গোলাম ফারুক বাবু, শহিদুল ইসলাম, মোকলেছুর রহমান মুকুল ও আব্দুল হাবিব মন্টু।
এসময় আরো উপস্থিত ছিলেন বিএনপি নেতা প্রভাষক আবু তালেব মোল্ল্যা, আবুল হোসেন বকুল।
সম্মেলনে নেতৃবৃন্দ গণতন্ত্রের পুনরুদ্ধার দলীয় ঐক্য ও জন সেবার অঙ্গীকার পূর্নব্যাক্ত করেছেন।