ঢাকাবৃহস্পতিবার , ৪ সেপ্টেম্বর ২০২৫
  1. আজ দেশজুড়ে
  2. আজকের সর্বশেষ
  3. আন্তর্জাতিক
  4. আশাশুনি
  5. কলারোয়া
  6. কালীগঞ্জ
  7. কৃষি সংবাদ
  8. খেলাধুলা
  9. গণমাধ্যম
  10. গ্রামীণ সাংবাদিকতা
  11. চাকরির খবর
  12. জাতীয়
  13. জীবনযাপন
  14. তারুণ্য
  15. তালা

সাতক্ষীরায় ট্রাফিক পুলিশের অভিযান: জরিমানা আদায় ও লিফলেট বিতরণ

গাজী হাবিব, সাতক্ষীরা
সেপ্টেম্বর ৪, ২০২৫ ৫:৩৮ অপরাহ্ণ
Link Copied!

জেলা পুলিশ সুপারের নির্দেশনায় সাতক্ষীরায় সড়ক নিরাপত্তা নিশ্চিত করতে ট্রাফিক পুলিশের উদ্যোগে বিশেষ জনসচেতনতামূলক অভিযান পরিচালিত হয়েছে।

বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) সকাল থেকে সাতক্ষীরা শহরের ব্যস্ততম সড়ক খুলনা রোড মোড়ে এ কার্যক্রম অনুষ্ঠিত হয়।

অভিযান চলাকালে ট্রাফিক পুলিশ- গাড়ী চালক ও পথচারীদের হাতে লিফলেট বিতরণ করে ট্রাফিক আইন মেনে চলার আহ্বান জানান। একই সঙ্গে ট্রাফিক আইন অমান্যকারী যানবাহনের বিরুদ্ধে তাৎক্ষণিক ব্যবস্থা নিয়ে মোট ১০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।

এ সময় ট্রাফিক পুলিশ- চালক ও সাধারণ নাগরিকদের উদ্দেশ্যে নিরাপদ সড়ক গড়ে তোলার লক্ষ্যে সচেতনতামূলক বেশ কিছু বার্তা প্রচার করে। এর মধ্যে উল্লেখযোগ্য- ট্রাফিক আইন মেনে চলুন, নিরাপদ সড়ক গড়ে তুলুন। গাড়ির বৈধ কাগজ সঙ্গে রাখুন, ট্রাফিক পুলিশকে সহায়তা করুন।

মোটরসাইকেল চালানোর সময় হেলমেট ব্যবহার করুন, জীবনের মূল্য সময়ের চেয়ে বেশি। হাইড্রোলিক হর্ণ বাজানো থেকে বিরত থাকুন, শব্দদূষণ কমান। অপরিচিত গাড়ির যাত্রী হবেন না এবং অপরিচিতের দেওয়া খাবার খাবেন না। সন্দেহজনক কিছু দেখলে নিকটস্থ পুলিশকে জানান অথবা সাতক্ষীরা পুলিশ কন্ট্রোল রুমে (০১৩২০-১৪৩০৯৮) যোগাযোগ করুন। মাদক সেবন থেকে দূরে থাকুন, সুস্থ থাকুন। গাড়ি চালানোর সময় মোবাইল ফোন বা হেডফোন ব্যবহার করবেন না। জেব্রা ক্রসিং ব্যবহার করুন, শিশু ও বৃদ্ধদের সাহায্য করুন। অতিরিক্ত লোড নিবেন না, উল্টো পথে গাড়ি চালাবেন না।

তাৎক্ষনিক পরিচালিত অভিযানে উপস্থিত ছিলেন সাতক্ষীরার সহকারী পুলিশ সুপার (শিক্ষানবিশ) মোঃ আনোয়ার কবির, মোঃ শফিকুল ইসলাম, টি আই (প্রশাসন) শাহাবাজউদ্দিন এবং সার্জেন্ট এস.এম. নাজমুল শিকদার।

পুলিশ জানায়, নিয়মিত এ ধরনের জনসচেতনতামূলক কার্যক্রম অব্যাহত থাকবে এবং ট্রাফিক আইন ভঙ্গকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে।

error: Content is protected !!